সব মোবাইল অ্যাপকে পেছনে ফেলেছে টিকটক

২৭ মে, ২০২০ ০০:১০  
লকডাউনে গত এপ্রিল মাসে আয়ের দিক থেকে সব মোবাইল অ্যাপকে পেছনে ফেলেছে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। আয়ের হিসাব দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে গেমস, বিজ্ঞাপনী সংস্থাসহ বিভিন্ন মোবাইল অ্যাপের জরিপকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। ডেটার হিসাবে দেখা গেছে, বাইটড্যান্সের ভিডিও বানানোর ছোট অ্যাপটির বৈশ্বিক ভার্সন টিকটক এবং চীনা ভার্সন ডিউইনের আয় গত বছরের এপ্রিলের তুলনায় এবার দশগুণ বেড়েছে। আয়ের দিক থেকে টিকটকের পরে রয়েছে ইউটিউব। তৃতীয় অবস্থানে টিন্ডার। চতুর্থ অবস্থানে ডিজনি প্লাস। পঞ্চম অবস্থানে টেনসেন্ট ভিডিও। ষষ্ঠ স্থানে নেটফ্লিক্স। ব্লুমবার্গ জানিয়েছে, টিকটকের মোট আয়ের ৮৬.৬ শতাংশই এসেছে চীনের বাজার থেকে। আমেরিকা থেকে ৮ শতাংশের কিছু বেশি। সেন্সর টাওয়ার জানিয়েছে, ২০২০ সালের প্রথম প্রান্তিকে টিকটকের ৩১৫ মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়। গত বছর এটি ছিল ১৮৭ মিলিয়ন।